প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে পাবনা জেলার সুজানগর উপজেলায় ২০৫.৬৮৫৯ একর খাসজমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে।
M/s. FEDI, China কর্তৃক ইতোমধ্যে প্রকল্পের চুড়ান্ত Feasibility Study সম্পন্ন হয়েছে।
প্রকল্পের EIA Study সম্পন্ন হয়েছে।
ইপিসি ঠিকাদার নিয়োগের লক্ষ্যে Tendering প্রক্রিয়া শেষে গত ২৬/০৪/২০২২ ইং তারিখে Consortium of PARYOCEAN-FEDI-SINOHYDRO বরাবর Notification of Award (NoA) জারী করা হয়েছে।
প্রকল্পস্থানের চারপাশে ফেন্সিং এর কাজ সম্পন্ন হয়েছে।
গত ২৪/০৪/২০২২ ইং তারিখে অত্র বিদ্যুৎ কেন্দ্রের সংশোধিত Letter of Intent (LoI) জারী করা হয়েছে। ইতোমধ্যে বিসিআরইসিএল কর্তৃক উক্ত সংশোধিত LoI গ্রহন করে পত্র প্রেরণ করা হয়েছে।